ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সমাজকল্যাণে কাজ করা আমাদের পারিবারিক শিক্ষা : কাউন্সিলর আলী

rising sylhet
rising sylhet
নভেম্বর ২, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ads

ব্রিটেনের কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলর ও সাবেক ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ বলেছেন, “মানুষের সেবা ও সমাজের কল্যাণে কাজ করা আমাদের পারিবারিক শিক্ষা। আমাদের পিতামহ হযরত মাওলানা জহির উদ্দিন পীরসাহেব আমাদের এই উপদেশ দিয়ে গেছেন। আমি, আমার ভাই-ভাতিজা এবং পরিবারের সদস্যরা যে যেখানেই আছি, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে।”

তিনি উপস্থিত জনতার দোয়া কামনা করে আরও বলেন, “আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামের খেদমতের এই সিলসিলা অব্যাহত রাখতে পারে, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার চান্দাই ছাহেববাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও নৈশভোজে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ছাহেববাড়ী খানকা শরীফের নিয়মিত হালক্বা, কাউন্সিলর আলী আহমদের দৌহিত্র ঈসা আহমদের সুন্নতে খৎনা উপলক্ষে বিশেষ দোয়া এবং স্থানীয় কৃষকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালেক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম. এ. সালাম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিশিষ্ট আলেমে দ্বীন ও কার্ডিফ জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা বদরুল ইসলাম, দৈনিক প্রভাতবেলা সম্পাদক ও সাংবাদিক কবীর আহমদ সোহেল, নুরজাহান মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বাংলা বিভাগের অধ্যাপক এম. এ. আজিজ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, তেতলী ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান অলি প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চান্দাই ছাহেববাড়ীর পীরসাহেব হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন চান্দাই ছাহেববাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য প্রভাষক ইশতিয়াক আহমেদ, চান্দাই পাঞ্জেগানা মসজিদের মোতাওয়াল্লি হারুনুর রশীদ, চান্দাই কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী কামাল মিয়া, বরইকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল ইসলাম মাসুম, ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রকিব খান, ফাউন্ডেশনের সদস্য মো. মিজানুর রহমান, আব্দুল ওয়াদুদ মারজান, জিহানুর রশীদ, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটনসহ ছাহেববাড়ীর বিপুলসংখ্যক ভক্ত ও মুরিদান।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে পীরসাহেব হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।