
ঐতিহাসিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দল আয়োজিত বিভাগীয় সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মুন্তাজিম। এদিকে তাঁর অসুস্থতার খবর শুনে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেলে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।
শনিবার সমাবেশ শেষ রাতে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে গিয়ে চিকিৎসাধিন জামায়াত নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন আমীরে জামায়াত। এসময় তিনি সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মুন্তাজিমের চিকিৎসার খোঁজ নেন, পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
প্রসঙ্গত, শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আলিয়া মাঠে সমাবেশ চলার সময় হঠাৎ ঢলে পড়লে কুলাউড়া উপজেলা জামায়াত আমীর সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মুন্তাজিমকে দ্রুত সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে হার্টের জটিলতার কারণে তাকে সাথে সাথে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।