ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সমালোনার মধ্যে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নিয়েছ প্রযোজনা প্রতিষ্ঠান

rising sylhet
rising sylhet
মে ২৭, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

সমালোনার মধ্যে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নিয়েছ প্রযোজনা প্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সজীব খান।

ভিন্ন ধর্মাবলম্বী দুই তরুণ-তরুণীর প্রেমের গল্পে নিয়ে নির্মিত ‘আয়েশ আদিত্য’ নাটক নিয়ে চলছে তুমুল সমালোচনা।

নির্মাতা এক পোস্টে লিখেছেন, নাটকটা ইতোমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি ভবিষ্যতে সতর্ক থাকব, যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়।

নাটকটি মুক্তির পর নেতিবাচক মন্তব্য আসতে থাকে। এদিকে সামাজিকমাধ্যমে এক পোস্টে নাটকের গল্পের জন্য ক্ষমা চেয়েছেন। এটা অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেছেন নাট্যনির্মাতা সজীব খান।

রক্ষণশীল পরিবারের মেয়ে আয়েশার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অন্য সম্প্রদায়ের যুবক আদিত্যর। একদিন মেয়ের পরিবারের তাদের প্রেমের কথা জেনে যায়। এর পরদিন সকালে নদীতে আদিত্যর মৃতদেহ ভাসতে দেখা যায়।

তিনি লিখেন, আমি বুঝতে পারি, নাটকটা আমার অনেক মুসলিম ভাই-বোনের অনুভূতিতে আঘাত করেছে। যা পুরোটাই আমাদের অনিচ্ছাকৃত ভুল। আমি ব্যক্তিগতভাবে কোনো দিনই চাইনি আমার কোনো কাজের দ্বারা আমার কোনো মুসলিম ভাই-বোন কেউ কষ্ট পাক। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি এবং আমার টিম ক্ষমাপ্রার্থী।

অভিনেতা যোগ করেছেন, আমি কখনোই চাইনি কেউ কষ্ট পাক, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের মূল্যবোধ বা ধর্মীয় অনুভূতিকে আঘাত হোক। আমাকে সবাই ক্ষমা করবেন।

এই নাটকের মূখ্য অভিনেতা পার্থ শেখও এক ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, এমন কোনো কাজ করব না যা মুসলিম ভাই-বোনদের অনুভূতিতে আঘাত করতে পারে। তাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।