ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রের গভীরে কার রাজত্ব? যুক্তরাষ্ট্র না রাশিয়া?

rising sylhet
rising sylhet
আগস্ট ২, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সমুদ্রের গভীরে কার রাজত্ব? যুক্তরাষ্ট্র না রাশিয়া? বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় এবং পারস্পরিক হুমকি-পাল্টা হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার কাছাকাছি। এতে দুই পরাশক্তির মধ্যে ফের ঠান্ডা যুদ্ধের আবহ তৈরি হয়েছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র—দুই দেশই সমুদ্রতলে শক্তিশালী সাবমেরিন বহর গড়ে তুলেছে।

যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি

মোট সাবমেরিন: ৫১টি

পারমাণবিক সাবমেরিন (SSBN): ১৪টি ওহাইও-ক্লাস, প্রতিটি বহন করতে পারে ২০টি ট্রাইডেন্ট-২ ক্ষেপণাস্ত্র।

অ্যাটাক সাবমেরিন (SSN): ভার্জিনিয়া-ক্লাস (২৪টি), সিউলফ-ক্লাস (৩টি), লস অ্যাঞ্জেলেস-ক্লাস (২৪টি)।

ক্ষমতা: নিঃশব্দ চলাচল, সুনির্দিষ্ট পারমাণবিক হামলা, নজরদারি ও গুপ্ত অভিযান।

রাশিয়ার সাবমেরিন শক্তি

মোট সাবমেরিন: ৬৪টি

পারমাণবিক সাবমেরিন (SSBN): ১৪টি—এর মধ্যে ৮টি আধুনিক বোরেই-ক্লাস, বাকিগুলো ডেলটা-৪।

অ্যাটাক সাবমেরিন (SSN): ইয়াসেন-ক্লাস (৪টি), আকুলা-ক্লাস (৫টি)।

ক্ষমতা: দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, নিঃশব্দ চলাচল, মাইন স্থাপন ও অ্যান্টি-সাবমেরিন যুদ্ধ।


কে এগিয়ে?

সংখ্যায়: রাশিয়ার সাবমেরিন বেশি।

প্রযুক্তিতে: যুক্তরাষ্ট্রের সাবমেরিন তুলনামূলক আধুনিক ও নির্ভরযোগ্য।

আক্রমণ ও প্রতিরক্ষা: উভয় দেশের সাবমেরিনই পরমাণু ও প্রচলিত অস্ত্রে সুসজ্জিত।

বিশেষজ্ঞদের মতে, উভয় দেশের সামুদ্রিক শক্তিই বিপজ্জনক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নতুন উত্তেজনা এই প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।