ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি নির্দেশে স্টপ! বিমানবন্দর থেকে ফেরত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান নির্ধারিত বিদেশ সফরে অংশ নিতে পারেননি। ৩১ আগস্ট, রোববার বিকেলে একটি অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে তার নামিবিয়া যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে তাকে ফিরে যেতে হয়।

সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের মোট ১১ জন কর্মকর্তা উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তাদের মধ্যে ১০ জন দেশ ছাড়লেও ড. হাবিবুর রহমানকে ইমিগ্রেশন পুলিশ ফ্লাইটে উঠতে দেয়নি।

জানা যায়, ইমিগ্রেশনের সকল প্রক্রিয়া শেষ করার পর তিনি বোর্ডিংয়ের অপেক্ষায় ছিলেন। ঠিক তখনই তাকে জানানো হয় যে, সরকারি নির্দেশনার কারণে তিনি ভ্রমণের অনুমতি পাচ্ছেন না।

সম্প্রতি, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি পাঠানো হয়। সেই তালিকা ইমিগ্রেশন পুলিশকেও সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ড. হাবিবুর রহমান আওয়ামী লীগ সরকারের সময় ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। গত বছর সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে। তবে এখনো ড. হাবিবুর রহমান ও আরেক ডেপুটি গভর্নর নূরুন নাহার তাদের দায়িত্বে বহাল রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।