
রাইজিংসিলেট- নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সরকারি পদে থাকা কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভার পর তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে দুই উপদেষ্টা এখনও পদে রয়েছেন এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, ইসি সানাউল্লাহ বলেন, “সময় এলে তা জানা যাবে। তবে এটি কারোর জন্যও সম্ভব নয়।”
এসময় তিনি জানান, চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হবে।
ইসি আরও বলেন, এবার কোনো রাতের ভোটের ঘটনা ঘটবে না। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনের আগের রাতে সব ভোট সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।