ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের ইতিবাচক আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন শিক্ষকরা

rising sylhet
rising sylhet
মে ২৯, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

ads

চলমান কর্মবিরতি সরকারের ইতিবাচক আশ্বাসে স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী রোববার (১ জুন) থেকে ক্লাসে ফিরবেন তারা।

বৃহস্পতিবার (২৯ মে) প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ‘প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর নেতারা।

ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, দাবি পূরণে সরকারের সুস্পষ্ট ও ইতিবাচক পদক্ষেপের কারণে আমরা আপাতত কর্মবিরতি স্থগিত ঘোষণা করছি। আগামী ২৬ জুন পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, আগামী ৩ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে। ফলে ১ ও ২ জুন বিদ্যালয় খোলা থাকবে। অর্থাৎ, রোববার সহকারী শিক্ষকরা সরকারের আশ্বাসে ক্লাসে ফিরে যাবেন। তারা শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো-

১১তম গ্রেডে বেতন নির্ধারণ: সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ হিসেবে গণ্য করে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী যৌক্তিক সংস্কার দাবি করছেন তারা।

শতভাগ পদোন্নতি নিশ্চিত: প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ দিতে হবে এবং পদোন্নতির প্রক্রিয়া দ্রুত করতে হবে।

উচ্চতর গ্রেডে জটিলতা নিরসন: ১০ বছর এবং ১৬ বছর চাকরিপূর্তির পর উচ্চতর গ্রেড পেতে যেসব জটিলতা রয়েছে, তা দূর করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।