
রাইজিংসিলেট- সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র অকার্যকর হয়ে পড়ে: শিশির মনির। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে একটি সমাজে গণতন্ত্র টেকসই হতে পারে না। ৮ আগস্ট, শুক্রবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর বাজারে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মতপ্রকাশ ও বাক-স্বাধীনতা হলো সাংবাদিকদের অন্যতম অধিকার। যদি সাংবাদিকতা সৎভাবে এবং ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে সমাজে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। কারণ সাংবাদিকতা গণতন্ত্রের একটি মূল স্তম্ভ।”
গাজীপুরে সাম্প্রতিক এক সাংবাদিক হত্যার প্রসঙ্গে শিশির মনির জানান, তিনি বিষয়টি নিয়ে ঢাকায় গিয়ে খোঁজ নেবেন এবং নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোর সম্ভাব্য উপায় খুঁজবেন।
প্রসঙ্গত, স্থানীয় উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে শ্যামারচর বাজারে বিপুল সংখ্যক দর্শনার্থী জড়ো হন। এতে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।