
ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক পাথর ব্যবসায়ী সমিতি (রেজি: নং-চট্র-১৭১৪) দ্বি-বার্ষিক কার্যকরি পরিষদের নির্বাচন ২৯ নভেম্বর।
এ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাত ৯টায় ছাতক পৌর শহরের এক মিলনায়তনে সাংবাদিকদের সাথে প্রার্থী পরিচিতি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি পদপ্রার্থী হাজী আবুল হাসান এর সভাপতিত্বে ও কার্যকরি সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল’র পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি পদপ্রার্থী হাজী আরিছ উদ্দিন ও সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুল হাই কালা মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুস সাত্তার, কোষাধ্যক্ষ পদপ্রার্থী বাবুল মিয়া, দপ্তর সম্পাদক পদপ্রার্থী আতিকুর রহমান শাওন, প্রচার সম্পাদক পদপ্রার্থী আদনান হোসেন মিজান, কার্যকরি সদস্য পদপ্রার্থী বদরুল আলম, শুকুর উল্লাহ ও এম শাহরিয়ার তারেক।
মতবিনিময় সভায় ছাতক পাথর ব্যবসায়ী সমিতি পদপ্রার্থীরা তাদের বক্তব্যে বলেন,১৯৯১ সালে এ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় এ সমিতির নেতৃবৃন্দরা অতীতে নেতৃত্ব দিয়ে এসেছেন। এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম আবরু মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক ছিলেন মরহুম সৈয়দ নুর মিয়াসহ ছাতকের তৎকালিন প্রবীন ব্যবসায়ীরা। আগামী শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে জয় যুক্ত করতে সকল ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন।