ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের সাথে ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মতবিনিময়

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৮, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ads

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক পাথর ব্যবসায়ী সমিতি (রেজি: নং-চট্র-১৭১৪) দ্বি-বার্ষিক কার্যকরি পরিষদের নির্বাচন ২৯ নভেম্বর।

 

 

এ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাত ৯টায় ছাতক পৌর শহরের এক মিলনায়তনে সাংবাদিকদের সাথে প্রার্থী পরিচিতি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি পদপ্রার্থী হাজী আবুল হাসান এর সভাপতিত্বে ও কার্যকরি সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল’র পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি পদপ্রার্থী হাজী আরিছ উদ্দিন ও সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুল হাই কালা মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুস সাত্তার, কোষাধ্যক্ষ পদপ্রার্থী বাবুল মিয়া, দপ্তর সম্পাদক পদপ্রার্থী আতিকুর রহমান শাওন, প্রচার সম্পাদক পদপ্রার্থী আদনান হোসেন মিজান, কার্যকরি সদস্য পদপ্রার্থী বদরুল আলম, শুকুর উল্লাহ ও এম শাহরিয়ার তারেক।

মতবিনিময় সভায় ছাতক পাথর ব্যবসায়ী সমিতি পদপ্রার্থীরা তাদের বক্তব্যে বলেন,১৯৯১ সালে এ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় এ সমিতির নেতৃবৃন্দরা অতীতে নেতৃত্ব দিয়ে এসেছেন। এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম আবরু মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক ছিলেন মরহুম সৈয়দ নুর মিয়াসহ ছাতকের তৎকালিন প্রবীন ব্যবসায়ীরা। আগামী শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে জয় যুক্ত করতে সকল ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।