
দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে আবুল মোহাম্মদ সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে পেশার মান উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেটের অপূরণীয় ক্ষতি হলো। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।