
সাংবাদিক ওসমান হারুনীর (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাংবাদিক ওসমান হারুনী মোহনা টিভির জামালপুর জেলা ও আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পলাবান্দা ভাটি পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পলাবান্দা ভাটি পাড়ায় তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, গত দুই মাস ধরে সাংবাদিক ওসমান হারুনী বাড়িতেই বেশি সময় কাটাতেন। সংবাদের প্রয়োজনে তেমন বাইরে যেতেন না। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান চলছিল। দুজনের মধ্যে তেমন কথাবার্তাও হতো না। দুপুরে তিনি বাড়ির অফিস রুমে যান। কিছুক্ষণ পরে ছোট ভাইয়ের স্ত্রী গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বাড়ি নির্মাণ করতে গিয়ে আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। সেটি নিয়ে তিনি চিন্তিত ছিলেন। তিনি অসুস্থ ছিলেন, আরেকটি অপারেশন প্রয়োজন ছিল। এদিকে প্রায় দেড় লাখ টাকার ঋণও হয়েছিল। কী কারণে আত্মহত্যা করেছেন তা আমরা বলতে পারছি না।
স্বজনরা জানান, দুপুর ১টার দিকে তিনি মূল ঘর থেকে পাশের একটি টিনসেড ঘরে যান। সেখানেই তিনি সংবাদ পাঠানোর জন্য সব সময় কাটাতেন। কিছুক্ষণ পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ওই ঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে নিহতের স্ত্রী ও পরিবারের অন্যান সদস্যরা ছুটে গিয়ে মরদেহ নামিয়ে ফেলে। এরপর বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যান।
ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করতে পারে।