শোক সংবাদ- ছাতক প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার শ্রদ্ধেয় পিতা আজর আলী (মরহুম)-এর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ছাতক উপজেলা শাখা।
এক শোকবার্তায় সংগঠনটি জানায়, মরহুম আজর আলী ছিলেন একজন সৎ, পরোপকারী ও সমাজবান্ধব মানুষ। তিনি এলাকায় একজন সুপরিচিত এবং সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে সমাজ হারালো এক গুণী ও মহৎপ্রাণ ব্যক্তিত্বকে। এ মৃত্যু শুধু তাঁর পরিবার-পরিজনের জন্য নয়, বরং গোটা সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি।
সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা আরও বলেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন।