
ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্মীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিনের শাশুড়ী আরফুল নেছা আর নেই। বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলার বাঘড়া গ্রামে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যু কালে বয়স হয়েছিল ৮০ বছর তিনি ৫ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রহী রেখেছেন। বার্ধক্ষ জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
মরহুমার জানাজার নামাজে ইমামতি করেন তার ছেলে মাওলানা আবুল কালাম। আছরের নামাযের পর বাড়ির আঙ্গিনায় জানাজা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। আরফুল নেছার স্বামী মরহুম আইয়ুবুর রহমান।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সহ-সভাপতি ফজল উদ্দিন, মেম্বার অজিত কুমার দাস, সাধারণ সম্পাদক খালেদ মিয়া,সহ- সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রুনু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, নির্বাহী সদস্য মোহাম্মদ জাকারিয়া, কবি জানে আলম প্রমূখ।জানাজায় উপস্থিত ছিলেন শরিফ পুর মাদ্রাসার মুহতামীম হাফিজ মাওলানা জহুর উদ্দীন,ক্বারি মাওলানা আবু সাইদ, মরহুমার ছেলে হাফিজ হাফিজুর রহমান, আরমিছ আলী,আব্দুর রহমান, আরব আলী, প্রমূখ।