
রাইজিংসিলেট- সাঈদীর জন্য দোয়া মসজিদে হাসপাতালে ইমাম। যশোরের শার্শায় মসজিদে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারা দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করায় ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার যাদবপুর গ্রামের কামারবাড়ি মোড়ে ওই ঘটনা ঘটে। আহত ইমাম আশরাফুল ইসলাম আশা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উলশী ইউনিয়নের গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহত ইমাম আশরাফুল ইসলাম আশা বলেন, গত শুক্রবার (১৮ আগস্ট) জুম্মার দিন মসজিদে নামাজ শেষে দেলাওয়ার হোসাইন সাঈদীর উদ্দেশ্যে দোয়া করা হয়। ওদিনই বিকেলেই কিছু মাস্ক পরা যুবক পথের মাঝে বাঁধা দিয়ে হুমকি ধমকি দেয়। পরে সোমবার মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে নাভারণ বাজার থেকে গিলাপোল জামে মসজিদে যাওয়ার সময় মুখোশধারী সাত থেকে আটজন যুবক এলোপাতাড়ি চাকু ও ব্লেড দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।