ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাকিবকে নিয়ে ম্যাথিউসের ভাইয়ের কথার জবাব দিলো গল টাইটান্স

rising sylhet
rising sylhet
নভেম্বর ৯, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- বর্তমানে ক্রিকেট বিশ্বে আলোচনায় টাইমড আউট। চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপরই এ নিয়ে চলতে থাকে নানা আলোচনা-সমালোচনা। সর্বশেষ এই বিতর্কে ঘি ঢেলেছেন ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস।

এক সাক্ষাৎকারে ম্যাথিউসের ভাই বলেন, সাকিব যদি শ্রীলঙ্কায় খেলতে যান, তাহলে তাকে পাথর ছুঁড়ে মারবে সমর্থকরা। ম্যাথিউসের ভাইয়ের এমন কথার প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিবের দল গল টাইটান্স।

আন্তর্জাতিক ক্রিকেট খেলতে অসংখ্যবার শ্রীলঙ্কায় গেছেন সাকিব। এ ছাড়াও ক্যারিয়ারে বেশ কয়েকবার লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) খেলতেও শ্রীলঙ্কা গেছেন সাকিব। শেষবারের এলপিএলও তিনি খেলছেন গল টাইটান্সের হয়ে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে গল টাইটান্সের পক্ষ থেকে বলা হয়, দয়া করে মনে রাখবেন একজনের মন্তব্য কখনোই পুরো দেশের মতামতের প্রতিফলন ঘটায় না। একইভাবে শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট ভক্তরা অন্য দেশের ক্রিকেটারকে যেকোন সময় ভালোবাসার সঙ্গেই বরণ করবে।

গল টাইটান্স নিজেদের বিবৃতিতে কারো নাম উল্লেখ না করলেও বিষয়টি যে সাকিব এবং ত্রিভান ম্যাথিউসের দিকে ইঙ্গিত করছে তা বেশ স্পষ্ট।

২৬৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।