ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাজেক সড়কে পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, আটকা ৪২৫ পর্যটক

rising sylhet
rising sylhet
জুলাই ২৪, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে টানা ভারী বর্ষণের কারণে অন্তত তিনটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ি ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দুই পাশে আটকা পড়েছেন প্রায় ৪২৫ জন পর্যটক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারির আক্তার জানান, পাহাড় ধসে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, মঙ্গলবার রাতের ভারী বৃষ্টিতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী এবং চম্পক নগর এলাকায় পাহাড় ধসে মাটি ও পাথর পড়ে সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বড় আকারের পাথর ও গাছপালা সরাতে ভারী যন্ত্রপাতির প্রয়োজন। এ বিষয়ে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন এবং উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ইউএনও আরও জানান, দিঘীনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ধস অপসারণের কাজ শুরু হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় বড় পাথর সরানোর কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় ধস একটি সাধারণ ঝুঁকি। পর্যটনসমৃদ্ধ অঞ্চলে এই ধরনের দুর্যোগ পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায়। স্থানীয়রা বর্ষায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।