
সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের ১১তম বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।এবারের পরীক্ষায় স্কুল পর্যায়ে ৪৩ টি ও মাদ্রাসা পর্যায়ে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
শনিবার (২২ নভেম্বর) প্রাথমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে চতুর্থ শ্রেনীর বৃত্তি পরীক্ষা উপজেলার ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা পরিদর্শন করেন সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মইনুল ইসলাম, শিক্ষা বোর্ডের সেকশন অফিসার পিযুষ দত্ত, সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের সদস্য সচীব সাবেক অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ রঞ্জন দেবনাথ, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা, শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আহাদ, প্রধান শিক্ষক কেন্দ্র সচীব দলিল উদ্দীন, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, অর্থ সম্পাদক বদরুল আমীন, ট্রাস্টের সদস্য আব্দুল হাই খসরু, ট্রাস্টের কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন পাপ্পু।