
রাইজিংসিলেট- সাদাপাথর ফেরতের সময়সীমা শেষ, আজ থেকেই প্রশাসনের অভিযান শুরু। সিলেটের সাদাপাথর এলাকায় অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসনের তিন দিনের সময়সীমা শেষ হচ্ছে আজ, মঙ্গলবার (২৬ আগস্ট)। সময়সীমা শেষ হওয়ার পর থেকেই শুরু হচ্ছে প্রশাসনের চিরুনি অভিযান।
পাথর লুকিয়ে রাখা, অবৈধভাবে মজুত করা এবং পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামবে জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত যৌথ বাহিনী—যার মধ্যে থাকবে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, যেই এই কর্মকাণ্ডে জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় বা প্রভাব কোনোভাবেই কাউকে রক্ষা করবে না। সকলকে আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ পর্যন্ত অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় পাথর ফেরত দিয়েছেন। সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত প্রায় ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। তবে এখনো প্রায় সাড়ে ১১ লাখ ঘনফুট পাথর বিভিন্ন স্থানে জব্দ অবস্থায় রয়েছে।
প্রশাসন জানায়, সময়সীমা শেষ হওয়ার পর যাদের কাছে পাথর পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যেখানে অভিযান চালিয়ে পাথর উদ্ধার হবে, সেই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই অভিযানের উদ্দেশ্য হলো—অবৈধ দখলদারদের দমন, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পর্যটন এলাকাগুলোর পরিবেশ ফিরিয়ে আনা।