
রাইজিংসিলেট- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় সাদাপাথর লুটের ঘটনায় দায়ের করা মামলায় আরও একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে উপজেলার বিলাজুড় গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুনীল বিশ্বাস (৩১) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর একদিন আগে, শনিবার গভীর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার অপর এক আসামি সাহাব উদ্দিনকে আটক করে র্যাব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।