ঢাকারবিবার , ২১ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১২তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২১, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১২তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ জানুয়ারি) বিকালে সিলেট উপজেলার কানাইঘাট সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের উত্তর মাঠে সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১২তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাহেদুল ইসলাম ও আশরাফ হুসাইন।

ক্লাবের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বুলবুল ও রেজওয়ান হোসেনের যৌথ সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৌদিআরব প্রবাসী ফজলুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, কানাইঘাট বাজারের ব্যবসায়ী বিলাল উদ্দিন, ব্যাবসায়ী রুবেল আহমদ,কাতার প্রবাসী আবু তাহের,আব্দুল্লাহ।

এছাড়াও খেলায় পরিচালনা কমিটির সদস্য হারিছ উদ্দিন, মারুফ রশীদ, আব্দুল কাদির, আব্দুশ সাত্তার মাছুম, রাহাদুল ইসলাম, আবু জাফর, আনোয়ার, সালমান আহমদ, ফাহাদ আহমদ, জিহাদ, আদনান, মুনিম, মাহফুজ, রিফাত, তানভীর, শাহরিয়া, রুমান, সাহিল উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাটি জয়েন্ট স্পোর্টিং ক্লাব বনাম রাইজিং স্টার সর্দারমাটির মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ান দল জয়েন্ট স্পোর্টিং ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল রাইজিং স্টার সর্দারমাটির হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সানরাইজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

১৫৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।