ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে ফরহাদ হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “খেলাধুলা ক্ষণে ক্ষণে, সুস্থ্য রাখে দেহ মন” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ফরহাদ হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বোরবার বিকাল ৪ টায় উপজেলার খঞ্জনপুর বালিকা বিদ্যালয় মাঠে আলম স্পোর্টস একাডেমির আয়োজনে শিরন্টী ইউনিয়ন আঃন্ত ওয়ার্ড ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী (ফজলু) এতে সভাপতিত্ব করেন আলম স্পোর্টস একাডেমির সভাপতি আবুবক্কার সিদ্দিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলাইমান আলী লিটন, শিরন্টী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন, খঞ্জনপুর সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন আনু প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন আলম স্পোর্টস একাডেমির স্বত্বাধীকারী আবু-জাফর মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমরান হোসেন।

১,৭১০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।