
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ডিআইএ’র কথিত ঘুষ বাণিজ্যের প্রতিবাদ এবং শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠানে ‘ষড়যন্ত্রমূলক অডিট’ উদ্যোগের অভিযোগ তুলে নওগাঁর সাপাহারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সাপাহার, নওগাঁ-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানে অডিটকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। ঘুষ–দুর্নীতির অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে শিক্ষক আন্দোলনের নেতৃত্বদানকারী অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ‘প্রতিহিংসামূলক পদক্ষেপ’ বন্ধের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল ইসলাম। সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।