আ: আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সরিষা ভর্তি ভটভটি উল্টে চালক আলমগীর হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আন্ধারদীঘী গ্রামে।
নিহত আলমগীর হোসেন হাঁপানিয়া আন্ধার দিঘী গ্রামের জমশেদ আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় আলমগীর তার ভুটভুটি নিয়ে সীমান্ত সংলগ্ন চকচকির মাঠ থেকে সরিষা বোঝাই করে বাড়ি ফিরছিলেন। পথে তার চলন্ত ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় আলমগীর সরিষা বোঝায় ভুটভুটির নিচে চাপা পড়েন।
পরে উল্টে যাওয়া ভুটভুটির নিচে চাপা পড়া অবস্থায় আলমগীরকে স্থানীয় কৃষকরা উদ্ধার করেন। সে সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়।
৩৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।