ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপ্তাহে ২-৩ বার খাওয়া এই খাবার হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ!

rising sylhet
rising sylhet
জুলাই ১৫, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বর্তমানে ব্যস্ত জীবনে সময় বাঁচাতে অনেকেই ঝুঁকছেন প্রক্রিয়াজাত খাবারের দিকে। বিশেষ করে চটজলদি রান্না করা যায় কিংবা বাইরে থেকে অর্ডার করা যায় এমন খাবার সাপ্তাহে একাধিকবার খাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব খাবার নিয়মিত খাওয়া শরীরের জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সাপ্তাহে ২-৩ বার ফাস্ট ফুড, প্রসেসড মিট (যেমন সসেজ, সালামি, বেকন), অথবা অতিরিক্ত চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপ, ওবেসিটি, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ার সরাসরি সম্পর্ক রয়েছে।

এই ধরনের খাবারে পুষ্টিগুণ খুবই কম, কিন্তু ক্যালরি ও ক্ষতিকর ফ্যাট অনেক বেশি। নিয়মিত খেলে শরীরের ভিতরেই ধীরে ধীরে ক্ষতি হতে থাকে, যেটা চোখে পড়ে তখনই যখন সমস্যা বড় আকার ধারণ করে।”

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—

বাড়িতে তৈরি সুষম খাবার বেশি খেতে,

প্রক্রিয়াজাত খাবার সীমিত রাখতে এবং

সপ্তাহে অন্তত ৪-৫ দিন ফল, সবজি ও আঁশযুক্ত খাবার রাখার চেষ্টা করতে।

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রয়োজন পরিবারের সবার মধ্যে সচেতনতা তৈরি করা। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের ক্ষেত্রে এমন খাবারের প্রতি আকর্ষণ বেশি দেখা যায়, যা ভবিষ্যতে বড় স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যেতে পারে।

সপ্তাহে ২-৩ বার হলেও যদি কেউ নিয়মিত প্রক্রিয়াজাত বা ফাস্ট ফুড জাতীয় খাবার খান, তাহলে সময়ের আগেই স্বাস্থ্যহানির আশঙ্কা তৈরি হতে পারে। তাই এখনই সতর্ক হওয়া প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।