ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রি মা ন্ডে

rising sylhet
rising sylhet
জুলাই ৩০, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রি মা ন্ডে। রায় জালিয়াতির একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ৩০ জুলাই, বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

সকালে খায়রুল হককে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার উপস্থিতিতে আদালত এলাকায় সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

এর আগে, ২৪ জুলাই সকালে ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার ও কারাবন্দি করা হলো।

উল্লেখযোগ্য, এ বি এম খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় প্রদান এবং সংবিধান সংশোধনের মাধ্যমে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ উঠে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।