
রাইজিংসিলেট- ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আটক করেছে। সোমবার (আজ) দুপুর ১২টার দিকে ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, শাহবাগ থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মামলার ভিত্তিতে শহীদ খানসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। গ্রেফতার হওয়া অন্যরা আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
আবু আলম মোহাম্মদ শহীদ খান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।