
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪৯ জন এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন ৫৭১ জন।
গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ অভিযানে মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ১ হাজার ৪৯ জন এবং অন্যান্য অপরাধে ৫৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬২০ জন।
শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
পুলিশ সদর দপ্তরের এই এআইজি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশব্যাপী নিরাপত্তা জোরদার রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইনামুল হক সাগর আরও বলেন, অভিযান চলাকালে বেশ কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে— একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি চাকু এবং একটি দেশীয় লোহার পাইপগান।