
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৪৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৭০৭ জন।
শনিবার (১৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
অভিযানে বিদেশি রিভলবার ৩টি, দেশীয় একনলা বন্দুক (এলজি) ১ টি, দেশীয় একনলা বন্দুক ১টি, দেশীয় ওয়ান শুটারগান ১টি, দেশীয় সাটারগান ১টি, ম্যগাজিন ১ টি, কার্তুজ ১ টি, গুলি ৭৪ রাউন্ড, হাসুয়া ১১টি, ছুরি ৩টি, রামদা ৩ টি, এসএস স্টিলের ছোরা ৪ টি ও চাপাতি ১টি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৪৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় ৭০৭ জন। মোট গ্রেপ্তার হয়েছে ১৭৫১ জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।