ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে খু নে র ঘটনায় উদ্বেগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

rising sylhet
rising sylhet
আগস্ট ৮, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

সারা দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল সিলেট, মৌলভীবাজার ও গাজীপুরে পৃথকভাবে তিনজন নিহত হয়েছেন—তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী ও একজন সাংবাদিক। এই ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সিলেটে ক্বীনব্রিজের নিচে ব্যবসায়ী খুন-বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর ক্বীনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হন। নিহতের নাম ডালিম (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

মৌলভীবাজারের শমশেরনগরে ছুরিকাঘাতে আরেক ব্যবসায়ী নিহত-একইদিনে মৌলভীবাজার শহরের শমশেরনগর এলাকায় ছুরিকাঘাতে আরও এক ব্যবসায়ী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

গাজীপুরে সাংবাদিক খুন-অপরদিকে, গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় এক সাংবাদিক খুন হন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সাংবাদিক সম্প্রতি একটি দুর্নীতির সংবাদ প্রকাশ করেছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ-সাম্প্রতিক এই হত্যাকাণ্ডগুলো সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

সচেতন মহল বলছে, অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে, যা নিয়ন্ত্রণে না আনলে দেশের সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

তাদের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।