ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে নির্বাচনী আমেজ, ফেব্রুয়ারিতেই ভোট- প্রেস সচিব

rising sylhet
rising sylhet
নভেম্বর ৮, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করছে।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন প্রেস সচিব। সেখানে তিনি বলেন, “দেশজুড়ে এখন নির্বাচনের জোয়ার বইছে। ভোট যেন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়, সে লক্ষ্যেই সবাই কাজ করছেন।”

সুশাসন প্রতিষ্ঠা একদিনে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “সংস্কার প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ। অনেক দেশে এ ধরনের সংস্কার সম্পন্ন হতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে।”

নির্বাচনের পরও রাজনৈতিক সংলাপের উদ্যোগ নেওয়া হতে পারে জানিয়ে তিনি উদাহরণ টানেন নেপালের, যেখানে সংস্কার কার্যক্রমে নয় বছর সময় লেগেছিল।

জুলাই সনদে নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে সমালোচনার জবাবে প্রেস সচিব বলেন, “রাজনৈতিক দলগুলো দেশের সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব করে। সনদেও সেই অন্তর্ভুক্তি প্রতিফলিত হয়েছে।”

ভবিষ্যৎ সরকারের বড় চ্যালেঞ্জ হবে কর্মসংস্থান সৃষ্টি— এমন মন্তব্য করে শফিকুল আলম বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শ্রমবাজারে নতুন বাস্তবতা তৈরি করেছে। তাই প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন কর্মক্ষেত্র তৈরি করতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।