
রাইজিংসিলেট- সাম্প্রতিক সময়ে বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে পাওয়া হুমকির প্রেক্ষিতে ‘বিগ বস ১৯’-এর শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণে কঠোর করা হয়েছে। শো-এর নির্মাতা প্রতিষ্ঠান এন্ডেমল শাইন ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে দর্শকদের সরাসরি শুটিং সেটে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির সিইও ঋষি নেগি বলেন, “সালমান খান বিগত কয়েক বছরে একাধিকবার হুমকির মুখোমুখি হয়েছেন। বিষয়টি বিবেচনায় রেখে আমরা নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিচ্ছি না। শুটিং ইউনিটে কারা প্রবেশ করছে, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে। প্রত্যেক কর্মীর—স্থায়ী হোক বা অস্থায়ী—পূর্ব রেকর্ড যাচাই করা হচ্ছে।”
তিনি আরও জানান, “আমাদের প্রোডাকশন টিমে প্রায় ৬০০ জন কাজ করছেন, যারা দিনে তিনটি ভাগে ২৪ ঘণ্টা কাজ চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে কোনওরকম ছাড় দেওয়া হচ্ছে না। নারীদের অংশগ্রহণও এই ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
এছাড়া, সালমান খান নিজেও ব্যক্তিগত নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করেছেন। সূত্র অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি দুবাই থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি সংগ্রহ করেছেন এবং তাঁর বাড়ির বারান্দায়ও বসানো হয়েছে বুলেটপ্রুফ কাচ।