
রাইজিংসিলেট- বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। নানা সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নাকি ইচ্ছাকৃতভাবে অন্য তারকাদের ক্যারিয়ার নষ্ট করেছেন। তবে এবার এই প্রসঙ্গে সরাসরি নিজের অবস্থান জানালেন সালমান।
‘বিগ বস ১৯’-এর সাম্প্রতিক এক পর্বে, যেখানে অভিনেত্রী শেহনাজ গিল অতিথি হয়ে আসেন তার ভাই শেহবাজ বাদেশাকে পরিচয় করিয়ে দিতে, সেখানেই উঠে আসে এই প্রসঙ্গ। আড্ডার এক পর্যায়ে শেহনাজ বলেন, সালমান অনেকের ক্যারিয়ার গড়তে সাহায্য করেছেন।
জবাবে সালমান খান স্পষ্টভাবে বলেন, “আমি কবে কারও ক্যারিয়ার বানিয়েছি? ক্যারিয়ার বানানো বা নষ্ট করা আমার হাতে না, সেটা ওপরওয়ালার হাতে। বরং অনেকে বলে, আমি নাকি অন্যদের ক্যারিয়ার ডুবিয়েছি। অথচ সেটা ঠিক নয়। আজকাল এমনও শোনা যায়, ‘সালমান তোমার ক্যারিয়ার খেয়ে ফেলবে’। আমি কী কারও ক্যারিয়ার খেয়েছি? যদি খেতেই হয়, তাহলে নিজেরটাই খাব!”
সালমান খানের এই মন্তব্যে বোঝা যায়, তিনি এই অভিযোগগুলিকে গুরুত্ব দিতে রাজি নন এবং নিজেকে নির্দোষ বলেই মনে করেন।
উল্লেখ্য, শেহনাজ গিল ‘বিগ বস ১৩’-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পান এবং পরে সালমান খানের সঙ্গেই ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। সিনেমাটি ২০১৪ সালের তামিল চলচ্চিত্র ‘বীরম’-এর রিমেক, যেখানে সালমান ছাড়াও পূজা হেগড়ে ও ভেঙ্কটেশ-এর মতো তারকারা ছিলেন।