ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট জানিয়েছে সেনাবাহিনী

rising sylhet
rising sylhet
জুলাই ২১, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ads

মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

যেকোনো তথ্য পেতে ০১৭৬৯০১৪৫৩৮-এই নাম্বারে কল করা যাবে।

সোমবার (২১ জুলাই) বিকেলে সাড়ে ৬টায় সিএমএইচে হতাহতদের চিকিৎসার সর্বশেষ আপডেট জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী ফেসবুক পেজে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ০৯ জন আহত ব্যক্তি সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে।

এ ছাড়া, উদ্ধারকার্যে অংশগ্রহণকারী আহত ১৪ জন সেনাসদস্য, ০১ জন পুলিশ সদস্য এবং ০১ জন ফায়ার সার্ভিস সদস্য সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।