 
আইনুল হক, সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকারের একাদশ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ শাহীন আলম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তানভীর হাসান ভুঁইয়া।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের মৎসবিজ্ঞান অনুষদ ভবনের ৩য় তলার সম্মেলন কক্ষে কমিটি হস্তান্তর শীর্ষক অনুষ্ঠানে ৪২ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। এসময় প্রাধিকারের সদ্যবিদায়ী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট তুলে দেয়া হয়।
প্রাধিকারের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক হাসিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাধিকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোহন মিয়া, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, সার্জারী এন্ড থিওরিজেনারোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, এবং বায়োকেমিস্ট্রি এন্ড কেমিট্রি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান । এছাড়াও প্রাধিকারের বিগত কমিটির নেতৃবৃন্দ ও প্রাধিকারের সাধারন সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
প্রাধিকারের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি বলেন, “প্রাধিকারের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ র কাছে শুকরিয়া,২০২২ সাল থেকে প্রাধিকারের সাথে আমার পথ চলা।সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এত বড় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং প্রাণী কল্যাণ ও জীব বৈচিত্র্য রক্ষায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারি! আসুন আমরা সবাই প্রানীর অধিকার ও জীব বৈচিত্র্য রক্ষায় সচেতন হয়, সুস্হ,সুন্দর,সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ি।
উল্লেখ্য, সেভ এনিম্যালস, সেভ দ্যা প্লানেট’ স্লোগানকে সামনে রেখে ২০১২ সালের ৫ জুন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে প্রাধিকার। প্রতিষ্ঠালগ্ন থেকেই সিলেট অঞ্চলে প্রাণীদের অধিকার সংরক্ষণে সফলতার সহিত কাজ করে যাচ্ছে সংগঠনটির সদস্যরা। প্রাণীর অধিকার ও জীববৈচিত্র্য নিয়ে কাজের জন্য ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে সংগঠনটির সদস্যরা।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                