ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৮, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ads

সি.কৃ.বি. প্রতিনিধি :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের এলাকার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদ ভবনের নিচতলায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের এলাকার প্রায় দুই শতাধিক মানুষের মাঝে তারা কম্বল বিতরন করেন।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণী পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন, কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান ও জাতীয় নাগরিক কমিটির কৃষি বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদুর রহমান, আল হোসাইন সহ সিকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি সমাজসেবা মূলক কার্যক্রমের জন্য। আশাকরি আগামীতেও বিশ্ববিদ্যালয়সহ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাঁরা কাজ করে যাবে।

কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের এমন একটি মহৎ কাজের মধ্যে আমি থাকতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির জন্য এমন নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকার দিতে শুধু ব্যর্থই হয়নি, বরঞ্চ নাগরিকদের সাথে চেতনার নামে তামাশায় মত্ত ছিল। জুলাইয়ের ছাত্রজনতার বিপ্লব দেশের নাগরিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে অগ্রগতি কতখানি তা বরাবরের মতোই প্রশ্ন থেকে যায়! সরকারের উচিত ছিলো অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু এই কাজে সরকার বরাবরের মতোই ব্যার্থ হয়েছে বলে আমি মনে করছি। তাই আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে যতটুকু সম্ভব তা নিয়ে আপনাদের দরজায় হাজির হয়েছি। এটা বরাবরের মতোই ক্ষুদ্র উপহার। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান করবো অসহায় মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে থাকার জন্য।

উল্লেখ্য, ইতোপূর্বে সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুইবার শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।