
আইনুল হক, সিকৃবি প্রতিনিধি :বানরের উৎপাতের সমাধান সহ বিভিন্ন দাবি নিয়ে রাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি) সুহাসিনী দাস হলের নারী শিক্ষার্থীরা আন্দোলন করেছে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে হলে ফিরে যান তারা।
মঙ্গলবার(১৬ জুলাই) রাত সাড়ে আটটা থেকে শতাধিক নারী শিক্ষার্থীদের সমন্বয়ে সুহাসিনী দাস হলের সামনে এ আন্দোলন শুরু হয়।
এ সময় তাদের হাতে থালা বাসন নিয়ে ‘তুমি কে আমি কে-বানর বানর’,’হল কার হল কার-বানরের বানরের’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পরবর্তীতে সিকৃবির ট্রেজারার,প্রক্টর,ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর কার্যালয়ের পরিচালক , প্রভোস্ট কাউন্সিলের আহব্বায়ক ও সুহাসিনী দাস হলের প্রভোস্ট এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
এ সময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবির কথা বলেন।বানরের উৎপাত,
গেইটের পাহারাদারদের খারাপ আচরণ,হেল্থ কেয়ারে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা,হলে পানির ব্যবস্থা যথাযথ রাখা সহ বিভিন্ন দাবি উল্লেখ করেন যা আগামীকাল লিখিত আকারে প্রশাসনের কাছে জমা দিবেন।
ছাত্রীদের দাবির জবাবে ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী বলেন,” সরকার যা দিচ্ছে তাই আমরা দিচ্ছি।তোমাদের দাবিদাওয়া আমরা শুনতে এসেছি। সমস্যা নিয়ে আমরা বসেছি আবার বসবো। প্রশাসন লিখিত অভিযোগ দিতে বলেন এবং সমস্যা সমাধানে খুব শীঘ্রই আবার শিক্ষার্থীদের সাথে বসবেন বলে আশ্বাস দেন।
এর পরই শিক্ষার্থীরা হলে ফিরে যান ।