ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে সিলেট মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি।।

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৫, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ই ডিসেম্বর (সোমবার) সিলেট মুক্ত দিবস পালিত হয়েছে। গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সিকৃবিতে সিলেট মুক্ত পালন করা হয়।

সিলেট মুক্ত দিবস উপলক্ষে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাণী প্রচার এবং সকাল ১১ টায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি। বর্ণাঢ্য র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সম্মুখে অবস্থিত শহীদদের মাজার প্রদিক্ষণ করে শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সম্মুখে অবস্থিত শহীদদের মাজারে সকাল ১১.১৫ টায় জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে সকাল ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষ সিলেট মুক্ত দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য প্রফেসর ড. মু. রাশেদ আল মামুনের সঞ্চালনায় এবং জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. মোঃ জসিম উদ্দীন আহম্মদ। মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ডঃ মোঃ শাহাদাত হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।