ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে হাল্ট প্রাইজ প্রতিযোগীতার ক্যাম্পাস পর্ব সম্পন্ন

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ads

সি.কৃ.বি. প্রতিনিধি :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) হাল্ট প্রাইজ প্রতিযোগীতার ক্যাম্পাস পর্ব সম্পন্ন হয়েছে। এতে প্রাথমিক বাছাই শেষে উত্তীর্ণ বারোটি দল অংশগ্রহণ করে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের মাৎস বিজ্ঞান অনুষদ ভবনের সম্মেলন কক্ষে এই পর্ব সম্পন্ন হয়েছে। এসময় রেজিষ্ট্রেশনকৃত ১৭ টি দলের মধ্যে প্রাথমিক বাছাইকৃত ১২ টি দল অংশগ্রহণ করে।

হাল্ট প্রাইজ সিকৃবির ক্যাম্পাস ডিরেক্টর মো: কুদরত উল্লাহ খান জানান “আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পরবর্তীতে বড় ধরনের আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।”

এসময় প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যালস এন্ড ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান মাহমুদা আক্তার মলি, কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের সহকারী অধ্যাপক এমআর. এমডি. শের-উল-আলম, এগ্রিকালচারাল মার্কেটিং এন্ড বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ শর্মা।

প্রতিযোগীতায় অংশগ্রহণকারী দলগুলো হলো মো আব্দুর নুর সাকিবের নেতৃত্বাধীন “দুর্বার”, সুমাইয়া বিনতে ইসলামের নেতৃত্বধীন “ব্যাক্যাইয়ার্ড বোলস্ “, আরাফিন আহম্মেদের নেতৃত্বাধীন “ফার্ম ফন্টায়ার”, সাব্বির আহমেদের “ভেটেনারী টেলিমেডিসিন”, উম্মে হাবিবা তাবাসসুম শোভার নেতৃত্বাধীন “রেজেনএক্স”, শেখ ফারহান ইবনে রহমানের নেতৃত্বাধীন “প্রিজাইম”, শেখ সিনা শ্রাবনের নেতৃত্বাধীন “ই-ওয়েস্ট ইনোভেটরস”, জাবুন নাহার তমার নেতৃত্বাধীন “ফ্লাইং বিইইজ”, তাওসিফ বিল্লাহর নেতৃত্বাধীন “আল্টার গেট”, আব্দুর রহমান রাঈদের নেতৃত্বাধীন “সাতকরা”, দ্রুব সিদ্দিকের নেতৃত্বাধীন “ভিশনারী ভেঞ্চার”, ও হামিম সরকার অভির নেতৃত্বাধীন “বায়োভার্টস”।

এবারের প্রতিযোগিতায় হাল্ট প্রাইজ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন স্পন্সর হিসেবে “FnF Pharmaceuticals”, ফুড স্পন্সর হিসেবে “Q Bistro বালুচর নয়াবাজার, সিলেট” ও মিডিয়া পার্টনার হিসেবে “দ্যা ডেইলি ক্যাম্পাস” যুক্ত হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বের ১২০ টি দেশ এবং বাংলাদেশের প্রায় ৮০ টি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যহত আছে। বিশ্বের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর একটি নির্দিষ্ট থিম এর উপর ভিত্তি করে “স্টার্ট আপ” প্রতিযোগিতা পরিচালনা করে থাকে। তবে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে এবছর হাল্ট প্রাইজ ২০২৫ চ্যালেঞ্জে “আনলিমিটেড থিম” এর উপর ভিত্তি করে এ প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে। এবছর সিকৃবিতে ৫ম বারের মতো এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে শিক্ষার্থীদের নোবেল খ্যাত এই প্রতিযোগিতার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।