
রাইজিংসিলেট- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) প্রশাসনের উদ্যোগে সিকৃবি কেন্দ্রীয় মসজিদে শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকাল থেকে কোরআন খতম এবং বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, ট্রেজারার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টর, রেজিস্টার, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুনুর রশিদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।