ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিডনিতে ঈদ পুনর্মিলনী`তে ‘প্রবাসী’ বাংলাদেশিদের মিলনমেলা

rising sylhet
rising sylhet
জুন ১৫, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- অস্ট্রেলিয়ার সিডনির গ্লেনফিল্ডে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী প্রাতঃরাশ অনুষ্ঠান। রবিবার (১৫ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সিডনির গ্লেনফিল্ড সেডন পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হন অর্ধসহস্রাধিক প্রবাসী বাংলাদেশি।

ঈদুল আজহার পর প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আনন্দ ভাগাভাগি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। আয়োজনে ছিল কুরবানির মাংস, রুটি, সালাদ, চিতই পিঠা, সেমাই, চাসহ নানা মুখরোচক ও ঐতিহ্যবাহী খাবার।

আয়োজকরা জানান, প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে খাবার সরবরাহ ও স্পন্সরশিপে অংশগ্রহণ করেছেন, যা এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিস চৌধুরী, ক্যাম্পবেলটাউন সিটির মেয়র ডারসি লাউন্ড, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান এবং বিশিষ্ট স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মশিহুদ্দিন শাকের (সূর্য দিঘল বাড়ি খ্যাত)।

এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন ড. এখলাস উদ্দিন আহমেদ (বাবু), যিনি ‘সেন্টেনারিয়ান’ ও ‘অন্বেষা’ নামক সংগঠনের পক্ষে এই উদ্যোগে নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং প্রবাসজীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন।

তারা জানান, এ ধরনের আয়োজন প্রবাসজীবনে এক ধরনের আত্মীয়তা ও আবেগের বন্ধন তৈরি করে।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে, যা প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা এবং কমিউনিটির ঐক্য সুদৃঢ় করতে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।