রাইজিংসিলেট- ১৯টি মিনি স্টেডিয়াম হচ্ছে সিলেটের তিন উপজেলার ১৯টি ইউনিয়নে। তরুণ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী ও মাদক থেকে দূরে রাখতেই এমন উদ্যোগ। ইতোমধ্যে ৪টি স্টেডিয়াম ও পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
খেলার মাঠ বিমুখ তরুণ প্রজন্ম। মাঠ সঙ্কটের সঙ্গে সুযোগ-সুবিধার অভাবও যার মূলে। মুঠোফোন থেকে কিশোর-তরুণদের খেলায় আগ্রহী করতে সিলেটে ১৯টি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা এবং সিলেট সিটি করপোরেশনের ৬টি ওয়ার্ড নিয়ে সিলেট-৩ আসন। তিন উপজেলার ১৯টি ইউনিয়নে হবে আলাদা আলাদা মিনি স্টেডিয়াম ও তিনটি শিশু পার্ক। এমন খবরে দারুণ খুশি এলাকার সাধারণ মানুষ।
শনিবার তিন উপজেলায় চারটি স্টেডিয়াম ও পার্কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। খেলার মাঠ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখবে বলে মনে করছেন তিনি।