ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট’র তিন উপজেলায় হচ্ছে ১৯ মিনি স্টেডিয়াম

rising sylhet
rising sylhet
এপ্রিল ২৩, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- ১৯টি মিনি স্টেডিয়াম হচ্ছে সিলেটের তিন উপজেলার ১৯টি ইউনিয়নে। তরুণ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী ও মাদক থেকে দূরে রাখতেই এমন উদ্যোগ। ইতোমধ্যে ৪টি স্টেডিয়াম ও পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

খেলার মাঠ বিমুখ তরুণ প্রজন্ম। মাঠ সঙ্কটের সঙ্গে সুযোগ-সুবিধার অভাবও যার মূলে। মুঠোফোন থেকে কিশোর-তরুণদের খেলায় আগ্রহী করতে সিলেটে ১৯টি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা এবং সিলেট সিটি করপোরেশনের ৬টি ওয়ার্ড নিয়ে সিলেট-৩ আসন। তিন উপজেলার ১৯টি ইউনিয়নে হবে আলাদা আলাদা মিনি স্টেডিয়াম ও তিনটি শিশু পার্ক। এমন খবরে দারুণ খুশি এলাকার সাধারণ মানুষ।

শনিবার তিন উপজেলায় চারটি স্টেডিয়াম ও পার্কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। খেলার মাঠ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখবে বলে মনে করছেন তিনি।

১২৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।