
সিলেটসহ যেসব এলাকায় বাড়ছে বৃষ্টিপাত। আষাঢ়ের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হলেও তাপমাত্রায় তেমন পরিবর্তন হয়নি। তবে আগামী কয়েকদিন দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলে—বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে—বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।
বৃহস্পতিবার: খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহসহ কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে।
শুক্রবার: দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলে বেশি বৃষ্টি, রাতের তাপমাত্রা সামান্য কমবে।
শনিবার: খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা।
রবিবার: ছয়টি বিভাগে (ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট) বৃষ্টি অব্যাহত, কোথাও অতি ভারী বৃষ্টি।
সোমবার: সারাদেশে বৃষ্টি চলবে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।