
রাইজিংসিলেট- সিলেটসহ ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে দেশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি শক্তিশালী অবস্থায় বিরাজ করছে।
আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বেশি বৃষ্টিপাত হতে পারে।
শনিবার থেকে সোমবার (২৬–২৮ জুলাই): অধিকাংশ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই): প্রায় সব বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
বুধবার (৩০ জুলাই): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে, অন্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা সারা দেশে স্বাভাবিক অথবা সামান্য কম থাকতে পারে।