
রাইজিংসিলেট- সিলেটের তরুণ কনটেন্ট নির্মাতা দিপংকর দাস দ্বীপ আর নেই। বুধবার (১২ নভেম্বর) ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) রাতের দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরদিন ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দ্বীপ সিলেট নগরীর গোপালটিলা এলাকার বাসিন্দা ছিলেন। সম্প্রতি তিনি উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। পরিবারে বাবা-মা ও এক ছোট ভাই রয়েছেন।
দ্বীপ মূলত তার হাস্যরসাত্মক ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতির জন্য তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি বিপুল সংখ্যক অনুসারী অর্জন করেন।
তার অকাল প্রয়াণে সহপাঠী, সংস্কৃতিকর্মী ও অনুরাগীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।