সিলেট এয়ারপোর্ট রোডের ফরিদাবাদ এলাকার কনস্ট্রাকশন ব্যবসায়ী ও সিলেট “ল” কলেজের ছাত্র নাদের মুর্শেদ তুহিন (২৯) গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল বেলায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
দীর্ঘ অনুসন্ধানের পরও তুহিনের খোঁজ না মেলায় ৪ নভেম্বর তার মা নুরজাহান নিলু এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অনলাইন জিডি ট্র্যাকিং নম্বর TSIGLA, জিডি নং-১৭৫, তারিখ ০৪/১১/২০২৫ ইং।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, যদি কেউ নাদের মুর্শেদ তুহিনের সন্ধান পান, তাহলে তার মা নিলু বেগমের মোবাইল নম্বর ০১৭২৩৯৩৮৫১০-এ যোগাযোগ করতে বা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ তুহিন সিলেটের ৩নং খাদিমনগর ইউনিয়নের বড়শালা ফরিদাবাদ এলাকার মাদ্রাসা সিকন্দর আলীর একমাত্র ছেলে। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
তুহিনের পরিচিতি:
নাম: নাদের মুর্শেদ তুহিন
পিতা: তেরাব উদ্দিন
মাতা: নিলু বেগম
বয়স: ২৯ বছর
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল ফুলহাতা টি-শার্ট ও প্যান্ট
ভাষা: সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
ঠিকানা: বড়শালা, ফরিদাবাদ মাদ্রাসার পাশে, ৩নং খাদিমনগর ইউনিয়ন, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট
তুহিনের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে এবং দ্রুত সন্ধান চেয়েছেন তারা।