ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের কিনব্রিজে যুবক খু নে আরও একজন গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
আগস্ট ৯, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের কিনব্রিজে যুবক খুন: আরও একজন গ্রেপ্তার। সিলেট শহরের কিনব্রিজ এলাকায় এক যুবক খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কালা মিয়া (২৫)। তিনি মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিলেট নগরীর ঘাসিটুলা এলাকায় বসবাস করছেন। শুক্রবার (৮ আগস্ট) রাতে এক অভিযানে তাকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কালা মিয়া এ মামলার এজাহারভুক্ত আসামি। এই নিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হলো। অন্যদের আটকের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ছুরিকাঘাতে খুন হন ডালিম মিয়া (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের বাসিন্দা। নিহতের মা রীতা বেগম পরদিন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।

এর আগে, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোররাতে পুলিশের অভিযানে নাঈম আহমেদ রজব (১৯) নামের এক তরুণকে আটক করা হয়। সে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।