
রাইজিংসিলেট- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ট্রেনটি শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর ওপর থাকা রেলসেতুতে থেমে যায়।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি সচল করতে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন আনা হয়েছে এবং ইঞ্জিন মেরামতের কাজ চলমান রয়েছে।
এই ঘটনায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনও আটকে পড়েছে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।