
সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের তিতু মুজাদ্দার প্রেসক্লাব, ক্রিকেট প্যাভিলিয়ন ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আয়োজন করেছে সিলেট জেলা প্রশাসন এবং ব্যবস্থাপনায় ছিল সিলেট জেলা ক্রীড়া সংস্থা। এ সময় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা টুর্নামেন্টের প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, খেলার সময়সূচি এবং অন্যান্য আয়োজন সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার প্রতিটি উপজেলাকে নিয়ে অনুষ্ঠিতব্য এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, প্রতিভা অন্বেষণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।