রাইজিংসিলেট- সিলেট মেট্রোপলিটন পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ২৫ জনকে আটক করা হয়েছে। শনিবার, ১২ জুলাই বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার কাষ্টঘর সুইপার কলোনি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) মো. মাসুদ রানা, পিপিএম-সেবা। অভিযানে এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, আটককৃতরা মাদক হেফাজত, বিক্রি ও মাদক বিক্রির অর্থ রাখার সঙ্গে জড়িত। অভিযানে যেসব মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়েছে, তা হলো:
২২০ পিস ইয়াবা ট্যাবলেট
৬৯০ পুড়িয়া গাঁজা
১৫৮ লিটার দেশীয় চোলাই মদ
মাদক বিক্রির নগদ ৫৭ হাজার ৫০ টাকা
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সিলেট শহরে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।