ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিলেটে চেম্বারসমূহ সদস্যদের সাথে এফবিসিসিআই নির্বাচনে মোহাম্মদ আলী প্যানেলের মতবিনিময় সভা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ads

আসন্ন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নির্বাচনে মোহাম্মদ আলী সমর্থিত প্যানেলের সাথে বৃহত্তর সিলেট বিভাগীয় চেম্বারসমূহ সদস্যদের এক মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এয়ারপোর্টস্থ সিলেট ক্লাবের কনফারেন্স হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সাবেক সিনিয়র সহ সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

এফবিসিসিআই এর সাবেক পরিচালক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি হাসিন আহমদ এর সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ সভাপতি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি হেলাল উদ্দিন, রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিষ্ঠিতা সভাপতি রুহুল আমিন।

বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ১ম সহ সভাপতি মোঃ ফেরদৌস আলম। মতবিনিময় সভায় সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, উইমেন্স চেম্বার, মৌলভীবাজার চেম্বার সহ বিভিন্ন চেম্বারের দায়িত্বশীলবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সমৃদ্ধ অর্থনীতি সমৃদ্ধ এফবিসিসিআই গড়তে মোহাম্মদ আলী সমর্থিত প্যানেলকে বিজয়ী করতে বৃহত্তর সিলেট বিভাগীয় চেম্বারসমূহ সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, নির্বাচনে এই প্যানেল বিজয়ী হলে ব্যাবসায়ীদের কল্যাণ ও উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ী অঙ্গনকে আরো এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অতিতে ব্যবসায়ীদের অনেক ক্ষতি সাধিত হয়েছে, আগামীতে আর কোন ক্ষতি যাতে না হয় সেই লক্ষ্যে এই প্যানেল কাজ করবে। বক্তারা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করতে ব্যবসায়ী মহলকে এক যুগে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।